1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৫ মে ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

থানচিতে মৈত্রী পানি বর্ষণ উৎসবে দলে দলে মারমা তরুণ-তরুণীরা

চিংথোয়াই অং মার্মা থানচি (বান্দরবান) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
চিংথোয়াই অং মার্মা থানচি (বান্দরবান) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বান্দরবানে থানচিতে বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই জলকেলী উৎসবের নারী পুরুষের মুখের সাংগ্রাই মাঃ ঞিঃ ঞিঃ ঞাঃ ঞাঃ রিঃকাজাই গাইবামেঃ ও ঞিকোরোঃ ও আমে মেম্রিরোঃ লাগাই লাগাই চুহপ্য গাইমেলেঃ এ অন্যতম গানটি গেয়ে শত শত লোকের কলরবে মুখরিত হয়ে নির্ধারিত মঞ্চে দলে দলে তরুণ তরুণীদের মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল। আজ রবিবার (১৭ এপ্রিল) বিকালে থানচি বাজার মডেল স্কুল মাঠ প্রাঙ্গনে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলকেলী উৎসব অনুষ্ঠানের শুভ সূচনা করলে ঠিক সেই সময়ে বিভিন্ন গ্রাম থেকে আসার শত শত লোকের কলরবে মুখরিত হয়ে উঠে। মৈত্রী পানি বর্ষণ উৎসবে যোগ দিতে বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মারমা তরুন-তরুণীরা নির্ধারিত মঞ্চে অবস্থান নেন। এ সময় চারিদিকে মারমা সঙ্গীতের মূর্ছনা, আর নাচ-গানে আনন্দে মেতে উঠে শিশুসহ সবাই। এই যেন প্রাণের উৎসবে মিলিত হচ্ছে থানচির বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়।সাংগ্রাই এর মারমা সম্প্রদায়ের পুরানো বর্ষকে বিদায় দিয়ে নববর্ষকে বরণে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা সম্প্রদায়ের প্রতি বছরে নানান আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলী উৎসব উদযাপন করে থাকে। এবার থানচিতে শত শত লোকের মুখরিত সবান্ধব জলকেলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করে উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা বলেন, সাংগ্রাইয়ের জলকেলী উৎসব হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রাণের উৎসব। বছরের এই দিনে পাহাড়ি বাঙ্গালি সকলে মিলিত হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শত শত মানুষের আগমন ঘটে। ধর্ম যে যার উৎসব সবার, এই উৎসব সকলের মিলন মেলা পরিণত হয়েছে।তিনি আরো বলেন, মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলী উৎসবকে ঘিরে এখন উৎসবে আনন্দে মাতোয়ারা সমগ্র থানচি এলাকায়। এই উৎসবের মাধ্যমে নিজ নিজ ঐতিহ্য সংস্কৃতি, কৃষ্টিকে দেশবাসীর কাছে তুলে ধরে সকল ভেদাভেদ ভূলে নতুন বছরকে বরণ করে নেন।এসময় বিশেষ অতিথি হিসেবে জলকেলী উৎসব অনুষ্ঠানে অংশগ্রহন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী, প্রশাসনের (এসিল্যান্ড) সহকারী কমিশনার ভূমি রাহুল চন্দ, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমাসহ থানচি উপজেলার বিশিষ্টজনেরা।এছাড়াও যুব সমাজের তরুণ তরুণী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ,  জনপ্রতিনিধি, বিভিন্ন গ্রাম থেকে আগত শিশুসহ শত শত লোকজন ও পাহাড়ি বাঙ্গালি সকলে জলকেলী উৎসবের পানি বর্ষণে উপভোগ করেন।এদিকে জলকেলী পানি বর্ষণে আসার মারমা নারীরা বলেন, মৈত্রী পানি বর্ষণসহ সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়ের প্রতিটি পাড়া- মহল্লায় নাচেগানে আনন্দের উল্লাসে মেতে ওঠে। নিজ নিজ ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যবাহী জলকেলীসহ খেলাধুলা ও ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরেছেন।তাঁরা আরো বলেন, এই মাহা সাংগ্রাই পোয়েঃ উৎসবের মাধ্যমে পুরাতন বছরকে পেছনে ফেলে আসে নতুন বছর, আর নতুন বছরকে স্বাগত জানাতে থানচি উপজেলায় মারমা সম্প্রদায়েরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠে।আয়োজক থানচি উপজেলা সাংগ্রাইন পোয়েঃ উৎসব উদযাপন কমিটি এর সূত্রে জানান, থানচিতে এবার কেন্দ্রীয় ভাবে সাংগ্রাই উৎসবের ঐতিহ্যবাহী পিঠা উৎসব, বিভিন্ন বিহারে ধর্ম দেশনা শ্রবণসহ বিভিন্ন ধরনে ঐতিহ্য খেলাধুলা আয়োজন করা হয়। আজ অনুষ্ঠিত কেন্দ্রীয় ভাবে সাংগ্রাইয়ের জলকেলী উৎসবের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে যুবক যুবতীরা পানি বর্ষণে অংশগ্রহন করেন।এবং রাতের আনন্দময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগের সবান্ধব সকলে আমন্ত্রণ জানালেন আয়োজকরা।এদিকে বিভিন্ন গ্রাম থেকে জলকেলী উৎসবের অংশগ্রহন করার মারমা যুবক যুবতীরা বলেন, সাংগ্রাই মানে আনন্দ, খুশির, উৎসবের সবান্ধব মুখরিত দিন। এই সাংগ্রাই জলকেলী উৎসবের একে অপরের প্রতি জল ছিঁটে পুরানো বছরের দুঃখ, গ্লানি, বেদনাকে ভূলে সামনের দিকে এগিয়ে যেতে চাই।তাঁরা আরো বলেন, বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীদের একে অপরের দেহে জল পাল্টা পাল্টি ছিটায়। এভাবে থানচির প্রতিটি গ্রামের তরুণ- তরুণীদের পানি ছিটানোর মধ্যে দিয়ে মৈত্রী পানি বর্ষণে মুখরিত মেতে উঠে। এই মৈত্রী পানি বর্ষণ উৎসবে ছোট বড় সকলে অংশগ্রহন করেন।এবছরে সাংগ্রাইয়ের জলকেলী অনুষ্ঠানে ঐতিহ্য তৈলাক্ত বাঁশ আরোহন, দড়ি টানাসহ নানান ধরনের ঐতিহ্য খেলাধুলা ও মঞ্চে স্থানীয় শিল্পীদের নাচে-গানে আনন্দময় উৎসবের পাহাড়ী-বাঙালী মৈত্রী পানি বর্ষণে উপভোগ করে থাকে। তাছাড়া রাতের একই স্থানে মারমা আদিবাসীদের বিভিন্ন শিল্পীগোষ্ঠী গান পরিবেশন করে উৎসব অঙ্গনকে মাতিয়ে রাখবে।প্রসঙ্গত, প্রতি বছরে ন্যায় এবারেও থানচিতে কেন্দ্রীয় ভাবে সাংগ্রাইয়ের জলকেলী উৎসব অনুষ্ঠিত হয়েছে। জলকেলী উৎসবের পানি বর্ষণে মাধ্যমে সাংগ্রাই ইতি টানা হলেও কেন্দ্রীয় ভাবে বিহারে ধর্ম দেশনা শ্রবণ দিয়ে আগামীর ১৮ এপ্রিলে শেষ হবে মাহা সাংগ্রাই পোয়েঃ উৎসব।
Facebook Comments
২ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি