এছাড়াও যুব সমাজের তরুণ তরুণী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন গ্রাম থেকে আগত শিশুসহ শত শত লোকজন ও পাহাড়ি বাঙ্গালি সকলে জলকেলী উৎসবের পানি বর্ষণে উপভোগ করেন।এদিকে জলকেলী পানি বর্ষণে আসার মারমা নারীরা বলেন, মৈত্রী পানি বর্ষণসহ সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়ের প্রতিটি পাড়া- মহল্লায় নাচেগানে আনন্দের উল্লাসে মেতে ওঠে। নিজ নিজ ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যবাহী জলকেলীসহ খেলাধুলা ও ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরেছেন।তাঁরা আরো বলেন, এই মাহা সাংগ্রাই পোয়েঃ উৎসবের মাধ্যমে পুরাতন বছরকে পেছনে ফেলে আসে নতুন বছর, আর নতুন বছরকে স্বাগত জানাতে থানচি উপজেলায় মারমা সম্প্রদায়েরা আনন্দে মাতোয়ারা হয়ে উঠে।আয়োজক থানচি উপজেলা সাংগ্রাইন পোয়েঃ উৎসব উদযাপন কমিটি এর সূত্রে জানান, থানচিতে এবার কেন্দ্রীয় ভাবে সাংগ্রাই উৎসবের ঐতিহ্যবাহী পিঠা উৎসব, বিভিন্ন বিহারে ধর্ম দেশনা শ্রবণসহ বিভিন্ন ধরনে ঐতিহ্য খেলাধুলা আয়োজন করা হয়। আজ অনুষ্ঠিত কেন্দ্রীয় ভাবে সাংগ্রাইয়ের জলকেলী উৎসবের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে যুবক যুবতীরা পানি বর্ষণে অংশগ্রহন করেন।
এবং রাতের আনন্দময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপভোগের সবান্ধব সকলে আমন্ত্রণ জানালেন আয়োজকরা।এদিকে বিভিন্ন গ্রাম থেকে জলকেলী উৎসবের অংশগ্রহন করার মারমা যুবক যুবতীরা বলেন, সাংগ্রাই মানে আনন্দ, খুশির, উৎসবের সবান্ধব মুখরিত দিন। এই সাংগ্রাই জলকেলী উৎসবের একে অপরের প্রতি জল ছিঁটে পুরানো বছরের দুঃখ, গ্লানি, বেদনাকে ভূলে সামনের দিকে এগিয়ে যেতে চাই।তাঁরা আরো বলেন, বৌদ্ধ ধর্মালম্বীদের মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীদের একে অপরের দেহে জল পাল্টা পাল্টি ছিটায়। এভাবে থানচির প্রতিটি গ্রামের তরুণ- তরুণীদের পানি ছিটানোর মধ্যে দিয়ে মৈত্রী পানি বর্ষণে মুখরিত মেতে উঠে। এই মৈত্রী পানি বর্ষণ উৎসবে ছোট বড় সকলে অংশগ্রহন করেন।এবছরে সাংগ্রাইয়ের জলকেলী অনুষ্ঠানে ঐতিহ্য তৈলাক্ত বাঁশ আরোহন, দড়ি টানাসহ নানান ধরনের ঐতিহ্য খেলাধুলা ও মঞ্চে স্থানীয় শিল্পীদের নাচে-গানে আনন্দময় উৎসবের পাহাড়ী-বাঙালী মৈত্রী পানি বর্ষণে উপভোগ করে থাকে। তাছাড়া রাতের একই স্থানে মারমা আদিবাসীদের বিভিন্ন শিল্পীগোষ্ঠী গান পরিবেশন করে উৎসব অঙ্গনকে মাতিয়ে রাখবে।প্রসঙ্গত, প্রতি বছরে ন্যায় এবারেও থানচিতে কেন্দ্রীয় ভাবে সাংগ্রাইয়ের জলকেলী উৎসব অনুষ্ঠিত হয়েছে। জলকেলী উৎসবের পানি বর্ষণে মাধ্যমে সাংগ্রাই ইতি টানা হলেও কেন্দ্রীয় ভাবে বিহারে ধর্ম দেশনা শ্রবণ দিয়ে আগামীর ১৮ এপ্রিলে শেষ হবে মাহা সাংগ্রাই পোয়েঃ উৎসব।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]