1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১০ মে ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের হালহকিকত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

মোঃ রুবেল আহমেদ, বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের প্রার্থী নিয়ে তৈরি হয়েছে নানা সমীকরন। চেয়ারম্যান পদে ৫জন, উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কেএম গিয়াসউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক রওশন খান আইয়ুব মনোনয়নপত্র জমা দেন। ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন গোপালপুর সরকারি কলেজের সাবেক জিএস মো. মারুফ হাসান, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন এবং সার্ভার জটিলতার কারণে সময়মতো মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন বলে দাবি করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মৃত লতিফ সিটির পূত্র মো. আপন সিটি । মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম আক্তার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোছা. হোসনে আরা বেগম।

মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ব্যাংক ঋণের কারনে চেয়ারম্যান প্রার্থী রওশন খান আইয়ুব ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তারের মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে প্রার্থীতা ফেরৎ পেতে আপিল করলে, আপিল কতৃপক্ষ হিসাবে জেলা প্রশাসক উভয়ের বাতিলের আদেশ বহাল রাখেন। উভয় প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রার্থীতা ফেরৎ পান এবং প্রতীক বরাদ্দ পান। এর মধ্যেই শুক্রবার অসুস্থতার কারণে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তারের মৃত্যু হয়।
ভাইস-চেয়ারম্যান পদে মো. শামীম আল মামুন প্রার্থীতা প্রত্যাহার করায় অপর প্রার্থী মো. মারুফ হাসান দাবি করেন রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ূর রহমান তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন। গুঞ্জন ছড়ায় সার্ভার জটিলতার কারণে মো. আপন সিটি মনোনয়নপত্র জমা দিতে না পারায়, ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে তিনিও হাইকোর্টে রিট করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে রবিবার রিটের শুনানি হবার তারিখ রয়েছে।

প্রার্থী কেএম গিয়াসউদ্দিন বলেন, গোপালপুরের নির্বাচন পরিস্থিতি খুবই ভালো, এক প্রার্থী আরেক প্রার্থীর প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ রয়েছে। আমি জয়ী হবো ইনশাআল্লাহ ।

মো. খাইরুল ইসলাম জানান, তীব্র তাপদাহে বৈরী আবহাওয়ার কারণে ঠিকমতো প্রচারনা করতে পারছি না। বোরো ধান কাটার মৌসুম হওয়ায় ভোটারদের ঠিকমতো বাড়ি পাওয়া যায় না। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

আব্দুল মোমেন বলেন, আমি চাই সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। ভোটাররা ভোট কেন্দ্রে গেলে আমিই বিজয়ী হবো।

চেয়ারম্যান প্রার্থী কেএম গিয়াসউদ্দিন দোয়াত কলম, আব্দুল মোমেন ঘোড়া, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম আনারস, রওশন খান আইয়ুব হেলিকপ্টার, মো. খাইরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হোসনে আরা বেগম কলসি প্রতীক পেয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আনোয়ারুল ইসলাম জানান, আগামী ৮ই মে ব্যালটের মাধ্যমে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি