বিএম সাগর হোসাইন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি: ভিকটিম মো: জহর আলী (৪০), পিতা: মোঃ আজাহার শেখ সাং: সোনাকুড়,০৩ ওয়ার্ডের ০৯ হাজিরবাগ ইউনিয়ন: থানা: ঝিকরগাছা, জেলা: যশোর।
অদ্য ০২/০৭/২০২৫ খ্রি: আনুমানিক ১০:০০ ঘটিকায় সময় ভিকটিম শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাকড়া বাজারে যাওয়ার পথে সোনাকুড় গ্রামে জহিরের চায়ের দোকানে সামনে পৌঁছালে পিছন দিক থেকে একই গ্রামে বিবাদী মোঃ রফিকুল ইসলাম (৩৫) পিতা ইসমাইল হোসেন গ্রাম: সোনাপুর থানা: ঝিকরগাছা জেলা: যশোর, বিবাদী একজন মাদকাসক্ত।
ভিকটিমকে বিবাদী হাতে থাকা দা দ্বারা ভিকটিমের মাথায় আঘাত করে, জখন প্রাপ্ত হয়, স্থানীয় ও দোকানে থাকা লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সার্জারি পুরুষ ওয়ার্ডে ভর্তি করে। ভিকটিমের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।