
নাজমুল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দের আফরা ট্রেডার্স এর পক্ষ থেকে দৌলতদিয়ায় জহিরুল অটো সার্ভিসিং সেন্টার কে ডিনারসেট উপহার ও মোস্তফা গ্রুপের পক্ষ থেকে ১ টি সাইনবোর্ড দেয়া হয়েছে । ২৫ সেপ্টেম্বর রবিবার আফরা ট্রেডার্স এর কর্ণধর মোহাম্মদ সুজন মাহমুদ তিনি এই উপহার প্রদান করেন। সুজন মাহমুদ জানান, দৌলতদিয়া জহরুল অটো সার্ভিস সেন্টারটি দীর্ঘদিন আমার প্রতিষ্ঠান থেকে মোস্তফা গ্রুপের একটি পণ্য ক্যানঞ্জল লুব্রিক্যান্টস ক্রয় করে আসছে সেই ধারাবাহিকতায় তিনি এ বছরের শেরা ক্রেতা হিসেবে প্রথম স্হান অধিকার করেছেন।সেই কারণেই তাহাকে একটি ডিনারসেট উপহার দেওয়া হয়েছে।
পুরস্কার প্রাপ্ত জহুরুল জানান,মোস্তফা গ্রুপের ক্যানঞ্জল লুব্রিক্যান্টস পন্য টি গুণগতমান খুবই ভালো আপনাদের প্রয়োজনে আপনার ব্যবহার করবেন।আমাকে পুরস্কার দেওয়া জন্য মোস্তফা গ্রুপের পরিবেশক সুজন মাহমুদকে ধন্যবাদ।
no views