
জেমস আব্দুর রহিম রানা দৈনিক শিরোমণিঃ  আগামী  ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে মণিরামপুর উপজেলার ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মাজহারুল আনোয়ারকে বিজয়ী করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি শেষ পযর্ন্ত জনসভায় পরিণত হয়। মঙ্গলবার বিকালে দূর্বাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাজহারুল আনোয়ার।এ সময় স্থানীয় সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রীর ঘোষণা অনুযায়ী দলীয় প্রতীক নৌকাকে সমর্থন করতে হবে ও জয় নিশ্চিত করতে হবে। তিনি নৌকার প্রতি সকলকে আস্থা রেখে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, দেশ নেত্রীর উন্নয়নের ঢেউ শহর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই।এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পৌর সভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গোপাল মল্লিক, বীর মুক্তিযোদ্ধা হেরমত আলী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বিপুল ফারাজী, ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান বিপু, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম মিলন, দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা গৌরহরি চ্যাটার্জী, মাস্টার আব্দুর রশীদ, স্বেচ্ছসেবক লীগ নেতা অনুপ কুমার আচার্য, ছাত্র নেতা আবু সাঈদ প্রমূখ। এসময় ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শ্যামনগর বাজারে অনুরূপভাবে এক পথসভা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, মণিরামপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি মশিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অংশুমান গাইন প্রমূখ।
                     
                    
                    
                    
	
				
		no views