ঝিনাইদহে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																		মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ দৈনিক শিরোমণিঃ																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											আপডেট : 
																						শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১																																			
 
											
												
											 
										 											   									
				
                                        
                                                                      
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                        
							    
							    									
										
																			
							    
							 
                     
                    
                        
মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ দৈনিক শিরোমণিঃ ঝিনাইদহ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন জুবায়ের নামের একজন। খোঁজে নিয়ে জানা যায়  ঝিনাইদহ  সদর থানা রামচন্দ্র পুর গ্রামের ঠানডু মন্ডলের মেয়ে মিমের সাথে ঝিনাইদহ  মহিলা কলেজ পাড়ার শরিফুলের ছেলে জুবায়ের (২৪) নামে এক ছেলের সাথে দীর্ঘ দিন ধরে মোবাইল ফোনে প্রেম করে আসছিল হঠাৎ করে ছেলে টি মেয়ে কে বলে আমি বিদেশ চলে যাব তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটি তার কথায় সায় দিয়ে ঝিনাইদহ আসলে ছেলেটা মেয়েটা নিয়ে ঝিনাইদহ ট বাজার সংলগ্ন আল- সরাফাত হোটেলে নিয়ে গিয়ে মেয়ে টিকে ধর্ষণ করে চলে যায়। পরে বিষয়টি ঝিনাইদহ জেলা  Rab কোম্পানি কমান্ডার যিনি ঝিনাইদহ জেলা আসার পরে মাদক সন্তাসী ধর্ষক নির্মূল করে ঝিনাইদহ জেলায় দিন রাত অবিরাম কাজ করে চলছে জনাব মেজর মোহাম্মদ শরীফুল আহসান  সোর্সের মাধ্যমে জানতে পেরে সাথে সাথে ধর্ষকের গ্রেফতার করার জন্য ফোর্স নিয়ে মাঠে নেমে পড়েন।এই ধর্ষণের আসামি ধরার জন্য এতো তাড়াতাড়ি ব্যাবস্তা নেওয়া জন্য প্রশংসায় ভাসছেন ঝিনাইদহ জেলা Rab কোম্পানী কমান্ডার জনাব মেজর মোহাম্মদ শরীফুল আহসান। এই বিষয়ে  ঝিনাইদহ তিনি বলেন আমি ধর্ষণের বিষয় টা শোনা মার্এই সাথে সাথে নিজেই গ্রেফতারে চেষ্টা করি এবং ঝিনাইদহ সদর থানা কেও বিষয় টা জানায়। আমি এই টুকু বলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষকের গ্রেফতার আওতায় আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সহযোগিতা চাই।এ-ই বিষয়ে ঝিনাইদহ থানার ওসি তদন্ত ইমদাদুল হক বলেন এই বিষয়টি মামলা হয়েছে।
                     
                    
                    
                    
	
				
		no views			
					
					
						 					
					
					
					
					
					
															
                    
                        
Please Share This Post in Your Social Media
                    
                    
					
					
					
					
					 
			 				   
													
				
				
									
					
						
							   							 
					 				   
				
				
				
				
				
				
                    
                       এই বিভাগের আরো সংবাদ