 
																
								
                                    
									
                                
জোবায়ের ফরাজী,বাগেরহাট: বাগেরহাটের হরিণের মাংসসহ পিতা-পুত্রকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে জেলার রামপাল উপজেলার বগুরা ব্রিজ সংলগ্ন বগুরা খালের পাড় থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ২টি হরিণের মাথাসহ ৪২ কেজি মাংস জব্দ করে পুলিশ।আটককৃতরা হলেন, রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মৃত জমাত আলীর ছেলে আব্দুর রহমান শেখ (৫২) এবং আব্দুর রহমানের ছেলে মোস্তাকিন শেখ (২৭)।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ জানান, “সুন্দরবনে ফাঁদপেতে হরিণ শিকার করে মাংস পাচারের জন্য অপেক্ষারত অবস্থায় তাদের আটক করা হয়। রামপাল থানায় মামলা দায়ের পূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে “।