1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

ফরিদপুরে বিভাগীয় শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সন্মাননা প্রদান

রবিউল হাসান রাজিব রাজিব ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
রবিউল হাসান রাজিব রাজিব ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ”শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই স্লোগানে ও ”জয়িতা তোমরাই বাংলাদেশের বাতিঘর”এই  প্রতিপাদ্যে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচির আওতায় ঢাকা বিভাগীয় পর্যায়ের ফরিদপুরে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ফরিদপুর জেলা প্রশাসন এর আয়োজনে (১লা  ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় এ অনুষ্ঠানে ঢাকা বিভাগের ফরিদপুর জেলার পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
বিভাগীয় জয়িতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালিতে অংশগ্রহণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা (এমপি)। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশে আজ নির্যাতিত নারীদের স্থাপিত করেছেন বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হসিনা। তার নেতৃত্বে যেমন এগিয়ে যাচ্ছে। তেমনি দেশের নারীরাও এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, নারীরা তাদের মেধা, যোগ্যতার ভিত্তিতে দেশ উন্নয়নে ভূমিকা পালন করেবে। নারীরা কখনও সম্পদ নষ্ট করেন না, তারা যা কিছু পেয়েছেন, সেই সম্পদকে উপযুক্ত ভাবে কাজে লাগিয়েছেন। সমাজের অসহায় নারী ও শিশুদের খুঁজে বের করে তাদের জন্য পৃথক ডাটাবেজ করার কথা বলেন তিনি। তিনি, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধে জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আহবান জানান প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, ঢাকা রেঞ্জ ডিআইজি বিপি এম (বার) পিপি এম (বার) হাবিবুর রহমান। ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে, এসময় ভার্চুয়ালে অংশগ্রহণ করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মোঃ জামাল পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  দীপক কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেম, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন, ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামীসহ সরকারি বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ঢাকা বিভাগের ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে সম্মাননা পেয়েছেন অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ফরিদপুর সদর উপজেলার দক্ষিন আলীপুরের সোনিয়া সুলতানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ফরিদপুর জেলার ভাংগা উপজেলার ভাংগা টাউন এলাকার রুনু রানী সাহা, সফল জননী নারী ক্যাটাগরিতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী এলাকার আলেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটাগরিতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জগন্নাদী এলাকার স্বরস্বতী রানী বিশ্বাস ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে ফরিদপুর পৌরসভার রথখোলা এলাকার চঞ্চলা মন্ডল।
Facebook Comments
১৩ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি