মোঃ মোহাইমেনউল (স্বপন) চারঘাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ রাজশাহীতে করোনা বৃদ্ধির কারনে চারঘাট উপজেলার বিশেষ কিছু দোকান ব্যতিত সকল প্রকার দোকান পাট বন্ধ রাখার ঘোষনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা।১০/০৬/২০২১ ইং তারিখ বিকাল ৫.৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা ও চারঘাট মডেল থানার পুলিশ ফোর্স ও আনসার সদস্যদের নিয়ে উপজেলার নন্দনগাছী বাজার পরিদর্শন করেন এ সময় পূর্বে ঘোষিত সময়য়ের পরেও বাজারের অনেক দোকান পাট খোলা দেখতে পাওয়া যায়। উপজেলা কর্মকর্তা প্রাথমিক ভাবে দোকানিদের সত্বর্ক করে দেন এবং বিকেল পাঁচ টার পরে দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজার থেকে চলে যাবার পরে আবারো অনেক ব্যবসায়ীরা দোকান পাট খুলে ব্যবসা পরিচালনা করেন। রামেক হাসপাতালে তথ্য মতে গত ০৬/০৬/২০২১ ইং তারিখে রামেক হাসপাতালে মোট ১৮৮ টি নমুনা পরিক্ষা করা হয় এর মধ্যে ৯৯ জন পজেটিভ ও ৮৯ জন নেগটিভ হয়। ০৭ তারিখে ১৮৮টি নমুনা পরিক্ষা করা হয় এর মধ্যে ৭২ জন পজেটিভ ও ১১৬ জন নেগটিভ হয়। ০৮ তারিখে ১৮৮টি নমুনা পরিক্ষা করা হয় এর মধ্যে ৬৯ জন পজেটিভ ও ১১৯ জন নেগটিভ হয়।