 
																
								
                                    
									
                                
আশিকুর রহমান সরকারঃ রংপুর ব্যুরো প্রধান: অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।
শনিবার রংপুর প্রেসক্লাব মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করে তারা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কাচারি বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে সেখানেও বিক্ষোভ করে তারা।
শিক্ষার্থীদের অন্য দাবগিুলো হল, ডুয়েটসহ অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।সেশন জট নিরসন ও শর্ট সিলেবাসে ক্লাস চালু করতে হবে।