 
																
								
                                    
									
                                
হৃদয় শীল(মধুখালী) ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বিএনপির অঙ্গসংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন কেন্দ্র ও জেলা বিএনপির একটি প্রতিনিধি টিম । ৩০ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় মধুখালী বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নুর সন্চালানয় ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আলিম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর জেলার সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ। জেলা যুবদলের সহ সভাপতি এবি সিদ্দিকী মিতুল ও মোঃ শামীম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাবেক জেলা বিএনপির সদস্য মৃধা বদিউজ্জামান বাবলু, উপজেলা কৃষকদলের আহব্বায়ক কাজী মামুন হোসেন, বিএনপি নেতা নুর নবী মিয়া, শিপন সরকার, ভিপি শাহিন,ছাত্র নেতা লিটন, কালা, সাদ্দাম, রোমান, মিকাইল, ইসরাফিল সহ আরো অনেকে।
বক্তারা বলেন দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী রাজপথের আন্দোলনের কঠোর কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি গ্রহণ হবে। অনুষ্ঠান শেষে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।