মোঃ আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
যশোরের কেশবপুরে দুই জজন করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে । তাতের মধ্যে কেশবপু সমাধান এন জিওর কর্মরত গোপালপুর অভায়নগরের শাহীন আলম ৩৭ এবং কেশবপুরে সাগরদাড়ীর সুনিতা দাস ৫০ নামে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর বলেন,সাগরদাড়ীর সুনিতা দাস ৫০ গোপালপুর অভায়নগর শাহীন আলম ৩৭ সমাধান এন জিওর কর্মরত দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করে দেওয়া হয়েছে। এবং খোজখবর রাখা হচ্ছে।