কালাই ইউনিয়নের কর্ণিপাড়া এলাকায় আয়োজিত এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে বিএনপি থেকে আগত নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে কর্ণিপাড়া ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আব্দুস সালাম অন্যতম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি তাঁর বক্তব্যে আদর্শভিত্তিক রাজনীতি, নৈতিকতা ও দেশ গঠনে ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সদ্য জামায়াতে যোগদান করা আব্দুস সালাম বলেন, “দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর আমি উপলব্ধি করেছি যে, দেশের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর আদর্শই সবচেয়ে কার্যকর। তাই আমি ও আমার সহকর্মীরা এই সিদ্ধান্ত নিয়েছি।”