রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি ২০২৬ | ১৫ মাঘ ১৪৩২ | ৯ শাবান ১৪৪৭
বগুড়ার কাহালু বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের অনুপ্রেরণায় এই যোগদান করেন।
কালাই ইউনিয়নের কর্ণিপাড়া এলাকায় আয়োজিত এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে বিএনপি থেকে আগত নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে কর্ণিপাড়া ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আব্দুস সালাম অন্যতম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি তাঁর বক্তব্যে আদর্শভিত্তিক রাজনীতি, নৈতিকতা ও দেশ গঠনে ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সদ্য জামায়াতে যোগদান করা আব্দুস সালাম বলেন, “দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর আমি উপলব্ধি করেছি যে, দেশের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর আদর্শই সবচেয়ে কার্যকর। তাই আমি ও আমার সহকর্মীরা এই সিদ্ধান্ত নিয়েছি।”
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কালাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য দেন। তারা নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং সাংগঠনিকভাবে পাশে থাকার আশ্বাস দেন।বগুড়ার কাহালু উপজেলায় এর আগেও কয়েক দফায় শত শত নেতাকর্মী জামায়াতে যোগদান করছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.