
শরীয়তপুর জেলা কারাগারে সতেন্দ্র কুমার (৪০) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।সতেন্দ্র কুমার ভারতের হরিয়ানা রাজ্যের সাথুরা জেলার চেয়াপুর এলাকার চন্দ্রপালের ছেলে। গত বছর ৮ অক্টোবর পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়। এরপর অনুপ্রবেশ আইনে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশের করা মামলায় ওই দিনই তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।শরীয়তপুর জেলা কারাগারে এত দিন ৪৬ জন ভারতীয় নাগরিক বন্দী ছিলেন। এর মধ্যে ৮ জন নারী। তাঁদের মধ্যে একজন মারা গেলেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসকেরা ময়নাতদন্ত শেষ করে ওই ভারতীয় নাগরিকের মরদেহ কারাগার কর্তৃপক্ষর কাছে হস্তান্তর করবেন।