তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৫ জনকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পৌর শহরের মহিলা কলেজের মোড়ে পাঁচ মোটর সাইকেল চালককে এই জরিমানা করেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। আদালত সুত্রে জানা যায়, ড্রাইভিং লাইসেন্স, হ্যালমেট, গাড়ির কাগজ না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯ (চ) ধারায় চার জনকে ৫০০ টাকা করে এবং মুখে মাস্ক না থাকার অপরাধে সংক্রমণ রোগের বিস্তার ১৯১৮ এর ২৪(২) ধারায় একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।