
শিরোমনি ডেস্ক রিপোর্ট: সরকারি উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে মরণোত্তর দেহদানে অঙ্গীকারকারীদের নিবন্ধন প্রক্রিয়া গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। সারাদেশের মানুষকে আগ্রহী করে তুলতে অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকছে। গতকালই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদসহ সাতজন দেহদান করতে নিবন্ধন করেছেন। এই প্রক্রিয়া আরও সহজ করতে মরণোত্তর দেহদানের অগ্রদূত সারাহ ইসলামের নামে বিশ্ববিদ্যালয়ে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সেলও গঠন করা হয়েছে।
জানুয়ারি ‘মস্তিস্ক মৃত (ব্রেইন ডেথ)’ ঘোষিত সারাহ ইসলামের দুটি কিডনি এবং দুটি কর্নিয়া চারজনের শরীরে প্রতিস্থাপন করা হয়। ওই প্রতিস্থাপন প্রক্রিয়ায় যাঁরা জড়িত ছিলেন তাঁদের জন্য আয়োজন করা হয় সংবর্ধনার।
বিএসএমএমইউর উপাচার্য ছাড়াও অন্য যাঁরা নিবন্ধন করেছেন তাঁরা হলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সারাহ ইসলামের মা শবনম সুলতানা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান। এ ছাড়া অনেকে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেও তাঁদের গতকাল নিবন্ধনের আওতায় আনা হয়নি।