1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

ফরিদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

রোববার (২২ জানুয়ারি) আনুমানিক দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গার মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬), প্বার্শবর্তী নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের বাকী শেখের ছেলে মাইনুদ্দিন শেখ (৩৫), ও তার মেয়ে ইনছানা আক্তার তাবাসসুম (১০)।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই মাইনুদ্দিন শেখ ও তার শ্যালক
সৌরভ মাতুব্বর নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শিশু তাবাসসুম মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম। তিনি বলেন, ভাঙ্গা থেকে গোপালগঞ্জের দিকে মোটরসাইকেলে করে ৩ আরোহী যাচ্ছিলেন। এমন সময় গোপালগঞ্জ থেকে ভাঙ্গার দিকে স্টার লাইন পরিবহনের একটি বাস আসছিল। ঘটনাস্থলে পৌঁছলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাকেলের দুই আরোহী ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সূত্রে জানা যায়, ঢাকাগামী স্টার লাইন রেজিঃঢাকা মেট্রো- ন-ব-১৫-৮৬৯১ এবং মোটরসাইকেল রেজিঃ নং ঢাকা মেট্রো- ল-১৯-৫১৬২ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রতক্ষ্যদর্শরী ও ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় বিক্ষুব্ধ জনতা স্টার লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ভাঙ্গা থেকে দমকল বাহিনীর একটি টিম গিয়ে বাসের আগুন নেভাতে সক্ষম হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহনও চলছে।

ফায়ার সার্ভিস ফরিদপুর জেলা প্রধান অফিসার শিমুল আহমেদ বলেন, ‘আমরা তিনজনের নিহতের ঘটনা ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুনে সেখানে যাই। লাশ উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করি এবং বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

উক্ত বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছে।

Facebook Comments
১৬ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি