মিশকাতুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নড়াইলে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ দণ্ডাদেশ দেন।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার ব্রজপাটলী গুচ্ছগ্রামের বাসিন্দা আনসার গাজীর ছেলে জাহাঙ্গীর আলম ও হায়াত গাজীর ছেলে আব্দুল হাকিম গাজী। আসামিরা পলাতক রয়েছে।মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ আগস্ট বিকেলে নড়াইল-যশোর সড়কের সদর উপজেলা আবাদ মোড়ে ইঞ্জিনচালিত একটি আলম সাধুর বডির ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত ১হাজার ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।এ মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত আসামিদের ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩ (খ) ধারায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়।এ ছাড়া জব্দকৃত ফেনসিডিল ধ্বংস এবং আলম সাধুটি নিলামে বিক্রির মাধ্যমে বিক্রয়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন দেয়া হয়েছে।আসামিদের গ্রেপ্তারের পর সাজা কার্যকর করা হবে বলে আদেশ দেন বিচারক।