নুর মোহাম্মদ সুমন,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকারী চৌকস একটি দলের অভিযানে ২৫০ ফেনসিডিল বোতল সহ ১জনকে গ্রেফতার করা হয়েছে।
১৭ই এপ্রিল নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানকারী চৌকস দল উপপরিদর্শক মোঃ শফিয়ার রহমানের নেতৃত্বে ডোমার উপজেলার মটুকপুর বিএম কলেজ মোড় বোড়াগাড়ি এলাকার একটি দোতলা বিল্ডিংয়ের ২য় তলার একটি ফ্লাটে অভিযান পরিচালনা করে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং মাদক ব্যবসায়ী মো: সোহাগ ইসলাম (১৯), পিতা: উজ্বল হোসেন সাং: মটুকপুর, মাষ্টার পাড়া, ডোমার কে গ্রেফতার করে।
অতপর উপপরিদর্শক জনাব মোঃ শফিয়ার রহমান বাদী হয়ে মাদক ব্যবসায়ী মো: আশিকুজ্জামান (৩৮), পলাতক, পিতা: মো: নুরুল ইসলাম, সাং: দক্ষিণ মটুকপুর, ৯নং ওয়ার্ড, মটুকপুর ইউপি, ডোমার, নীলফামারী এবং মাদক ব্যবসায়ী মো: সোহাগ ইসলাম (১৯), পিতা: উজ্বল হোসেন, গ্রাম: মটুকপুর, মাষ্টার পাড়া, ডোমার, নীলফামারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডোমার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।