দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট :আলোচনায় আসার পর থেকে অনেক ধরনের তথ্যই উঠে এসেছে গণমাধ্যমে। তবে আরাভ খান এই মুহূর্তে ঠিক কোথায়? তিনি আদৌ নজরদারিতে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
আজ বাংলাদেশে ঈদ। দুবাইতে ঈদ হয়েছে গতকাল শুক্রবার। দুবাই থেকেই সর্বশেষ ফেইসবুক স্ট্যাটাস দিয়েছেন আলোচিত আরাভ খান।
এখন থেকে ১৩ ঘন্টা আগে ফেইসবুকে স্ট্যাটাসে আরাভ লেখেন, ‘সবাইকে ঈদ মোবারক! আপনাদের সকলের ঈদ সুখী ও শান্তিপূর্ণ হোক। নামাজ পড়ি এবং সবার জন্য দোয়া করি।’
আরাভ খান গ্রেপ্তার কিংবা আরাভ খান নজরদারিতে এমন বক্তব্য ও লেখালেখির মধ্যেই তার ফেইসবুক স্ট্যাটাসে ধোঁয়াশা তৈরি হয়েছে। আদৌ তিনি গ্রেপ্তার কিংবা নজরদারিতে আছেন কিনা!
অথচ গত ১৮ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছিলেন, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে আনার চেষ্টা চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী, মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।