তিতাস (কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।২৩ থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সরফরাজ হোসেন খানের সভাপতিত্ব ও (সিএইচসিপি) সামসুল হক সুমনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, গাজিপুর খাঁন সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আঃ বাতেন, সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডাঃ মো. সরফরাজ হোসেন খান বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ উপজেলায় সকল পর্যায়ের মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি ৷এছাড়া আগামীকাল রবিবার বীরমুক্তিযোদ্ধা ও ষাটোর্ধ ব্যক্তিদের মেডিকেল চেক আপ,রক্তের গ্লুকোজ ও রক্তচাপ নির্নয় করা’ ও সপ্তাহ জুড়ে সাধারণ মানুষের দাড়গোরায় স্বাস্থ্য সেবাও পরামর্শ পৌঁছে দেয়া হবে বলে তিনি জানান।