
বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব ধরনের খেলা ও অনুষ্ঠান সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।সোমবার (৫ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সব টেলিভিশন চ্যানেল ও সম্প্রচারমাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ক্ষেত্রে বিসিসিআই কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে বলা হয়েছে, এতে বাংলাদেশের জনগণ গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের কোনো ম্যাচ বা কার্যক্রম বাংলাদেশে সম্প্রচার করা যাবে না।এর আগে শনিবার রাতে আইন ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানান। পরদিন রোববার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাতীয় মর্যাদার প্রশ্নে নীরব থাকার সুযোগ নেই। আইনি দিক পর্যালোচনা করেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআই-এর অনড় অবস্থানে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পাশাপাশি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে।উল্লেখ্য, এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। তবে ৩ জানুয়ারি বিসিসিআই-এর বিশেষ নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেওয়ার পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়তে থাকে।