
দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দৈনিক শিরোমণির নিজস্ব প্রতিনিধির মাধ্যমে জরিপ করে উঠে এসেছে এই তথ্য উপাত্ত।
রাজশাহী-১ আসনে ভোটযুদ্ধ হবে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শফিক উদ্দীনের। আসনটিতে বিএনপি ও জামায়াতের মধ্যে ভোটযুদ্ধ হলেও জামাত এগিয়ে আছে।
রাজশাহী-২ আসনে ভোটযুদ্ধ হবে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা, জাহাঙ্গীরের সঙ্গে আসনটির সাবেক এমপি ও রাসিক মেয়র বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর সঙ্গে। বিদ্যামন পরিস্থিতিতে বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছেন।
রাজশাহী-৩ আসনে ভোটযুদ্ধ হবে জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে আসনটির বিএনপির প্রার্থী মো. শফিকুল হক মিলনের সঙ্গে। বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছেন।
রাজশাহী-৪ আসনে ভোটযুদ্ধ হবে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বারী সরদারের সঙ্গে বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমানের। এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী।
রাজশাহী-৫ আসনের ভোটযুদ্ধ হবে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী জনজুর রহমানের। বিএনপির বিদ্রোহীরা হলেন মো. রায়হান কাওসার ও রেজাউল করিম। বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় জামাত এগিয়ে আছে।
রাজশাহী-৬ আসনে ভোটযুদ্ধ হবে জামায়াতের প্রার্থী মো. নাজমুল হকের সঙ্গে বিএনপির প্রার্থী মো. আবু সাঈদ চাঁদের। এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী চাঁদ।