1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা কমিটি (২০২৬–২০২৮) অনুমোদন

চাঁদপুর প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

চাঁদপুর প্রতিনিধি:বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং- ১০২৮/৯৮)-এর কেন্দ্রীয় কমিটি ২০২৬–২০২৮ মেয়াদের জন্য চাঁদপুর জেলা কমিটি অনুমোদন দিয়েছে। গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মিসেস মনোয়ারা ভূইয়া, মহাসচিব মোঃ মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে চাঁদপুর সদরের চাঁদপুর মর্ডান শিশু একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ওমর ফারুক-কে সভাপতি এবং হাজীগঞ্জের গ্রামীন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা সবুজ ভদ্র-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
চাঁদপুর সদরের চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস-কে সাংগঠনিক সম্পাদক (সদর, হাইমচর ও ফরিদগঞ্জ), হাজীগঞ্জের নবধারা শিশু নিকেতন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম মির্জা-কে সাংগঠনিক সম্পাদক (হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া), এবং মতলব দক্ষিণের স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আশরাফুল জাহান শাওলিন-কে সাংগঠনিক সম্পাদক (মতলব দক্ষিণ ও মতলব উত্তর) করা হয়।
এছাড়াও কমিটিতে ৭ জনকে উপদেষ্টা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ
নির্বাহী সভাপতি
মো. আক্তার হোসেন মজুমদার
(প্রতিষ্ঠাতা, শামছুল হক একাডেমী, কাঁঠালী, হাজীগঞ্জ, চাঁদপুর)
সহ-সভাপতি
ফারুক আহম্মদ বাদল
(প্রধান শিক্ষক, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল, মতলব দক্ষিণ, চাঁদপুর)
আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী
(প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, ইকরা কেজি স্কুল, বাগাদী, চাঁদপুর সদর, চাঁদপুর)
লায়ন মো. গোলাম হোসেন টিটু
(প্রতিষ্ঠাতা, ইকরা মডেল একাডেমি, চাঁদপুর সদর, চাঁদপুর)
মো. আলী আজগর মিয়াজী
(প্রতিষ্ঠাতা, শাহরাস্তি পৌর একাডেমি, শাহরাস্তি, চাঁদপুর)
মো. রেজাউল করিম মাসুদ
(প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, মাতৃছায়া কিন্ডারগার্টেন, ফরিদগঞ্জ, চাঁদপুর)
অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকিরউল্লাহ সাজুলি
(প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, সানরাইজ কিন্ডারগার্টেন, কচুয়া, চাঁদপুর)
যুগ্ম-সাধারণ সম্পাদক
মো. বিল্লাল হোসেন
(পরিচালক, বলাখাল ক্যামব্রিয়ান স্কুল, হাজীগঞ্জ, চাঁদপুর)
মো. তাজুল ইসলাম
(প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, হাইমচর আইডিয়াল একাডেমী, হাইমচর, চাঁদপুর)
সাংগঠনিক সম্পাদক
মৃণাল কান্তি দাস
(প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, চাঁদপুর ল্যাবরেটরি স্কুল, চাঁদপুর সদর)
(সদর, হাইমচর ও ফরিদগঞ্জের দায়িত্বপ্রাপ্ত)
মোঃ ইব্রাহীম মির্জা
(প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, নবধারা শিশু নিকেতন একাডেমী, হাজীগঞ্জ)
(হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়ার দায়িত্বপ্রাপ্ত)
মোঃ আশরাফুল জাহান শাওলিন
(প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি, মতলব দক্ষিণ)
(মতলব দক্ষিণ ও মতলব উত্তর এর দায়িত্বপ্রাপ্ত)
অন্যান্য সম্পাদকীয় পদ
অর্থ সম্পাদক:
মাও. মো. জাকির হোসেন
(ফরিদগঞ্জ ইকরা মডেল একাডেমি)
শিক্ষা সম্পাদক:
মো. শাহ্জ্জাহান
(আল-বান্না স্কুল, রামপুর, হাজীগঞ্জ)
শিক্ষক কল্যাণ সম্পাদক:
মাও. মোহাম্মদ আলী
(মডেল একাডেমি, কচুয়া)
শিশু ও মহিলা সম্পাদক:
কবিতা সাহা
(ওয়াইডব্লিউসিএ নার্সারী স্কুল, চাঁদপুর সদর)
দপ্তর সম্পাদক:
আব্দুল মালেক মজুমদার
(তারবিয়াতুল উম্মাহ একাডেমী)
প্রচার সম্পাদক:
সালামত হোসেন সেলিম
(ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেন)
পরিকল্পনা সম্পাদক:
ওমর ফারুক
(তেগুরিয়া শিশু বিদ্যানিকেতন)
ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক:
মাহমুদা খানম
(রেলওয়ে কিন্ডারগার্টেন)
সাহিত্য সম্পাদক:
আই ভি হীরা সরকার
(চাঁদপুর মিশন প্রাথমিক বিদ্যালয়)
সমাজ কল্যাণ সম্পাদক:
মো. মোস্তফা কামাল
(মনিংসান কিন্ডারগার্টেন-২)
আইন বিষয়ক সম্পাদক:
ফজলে রাব্বি ইয়ামিন
(সুবর্ণ স্কুল)
ক্রীড়া বিষয়ক সম্পাদক:
সাহাদাত কায়সার শহিদ
(কাজী আব্দুল মজিদ আইডিয়েল কিন্ডারগার্টেন)
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক:
মো. মিজানুর রহমান
(আলহেরা একাডেমী)
প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক:
মো. শাখাওয়াত হোসেন মিন্টু
(নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল একাডেমী)
সাংস্কৃতিক সম্পাদক:
ছোটন চক্রবর্তী
(মাতৃছায়া কিন্ডারগার্টেন, শাহরাস্তি)
গবেষণা সম্পাদক:
মো. নাসির উদ্দিন
(আনোয়ারা ল্যাবরেটরী স্কুল)
ছাত্র কল্যাণ সম্পাদক:
শফিউল আলম স্বপন
(ইকরা কিন্ডারগার্টেন)
তথ্য ও যোগাযোগ সম্পাদক:
আবু তাহের
(ইমামে আজম কিন্ডারগার্টেন)
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক:
মো. মিজানুর রহমান
(রহিমা নগর ভিক্টোরি একাডেমি)
স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক:
ডা. বাদল চন্দ্র ঘোষ
(নিউ নেশন ক্যাডেট স্কুল)
ধর্ম বিষয়ক সম্পাদক:
মাও. মো. হাফিজুর রহমান
(হাইমচর মডেল একাডেমী)
উন্নয়ন ও সমবায় সম্পাদক:
মো. নাজমুল হাসান
(মা কচি কাচা কিন্ডারগার্টেন)
সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক:
মানিক চন্দ্র রায়
(আলতামিরা স্কুল)
সহ-অর্থ সম্পাদক:
আবুল কালাম আযাদ
(ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল)
সহ-প্রচার সম্পাদক:
মো. শাহাদাত হোসেন
(ছোট লক্ষ্মীপুর আলিমুন্নেছা মডেল স্কুল)
সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক:
ফয়সাল আহমেদ
(আয়নাতলী জিনিয়াস কেজি স্কুল)
সহ-দপ্তর সম্পাদক:
শফিকুল ইসলাম
(এড্রোয়েট কিন্ডারগার্টেন)
সহ-শিশু ও মহিলা সম্পাদক:
শতাব্দি আচার্যী
(পুরান বাজার মার্চেন্ট একাডেমি)
নির্বাহী সদস্যবৃন্দ
মো. মাজারুল ইসলাম শফিক — (আদর্শ শিশু নিকেতন, হাইমচর)
মো. আবুল কালাম আজাদ মজুমদার — (পাঞ্জেরী আদর্শ পাঠশালা, হাজীগঞ্জ)
মো. আব্দুর রব — (কাচিয়ারা মডেল একাডেমী, মতলব দক্ষিণ)
জি এম ছানাউল্ল্যাহ — (ছানাউল্ল্যাহ একাডেমি, মতলব দক্ষিণ)
মো. আবুল ফরাহ্ মজুমদার — (ইকরা মডেল একাডেমী, বাড্ডা, হাজীগঞ্জ)
আব্দুর রব — (খাজুরিয়া মডেল একাডেমী, ফরিদগঞ্জ)
আবুল বাসার — (তাকওয়া মডেল একাডেমি, চাঁদপুর সদর)
মো. সাইফুল ইসলাম — (হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি)
সানজিদা পারভিন — (টরকী ক্যাডেট একাডেমী, মতলব উত্তর)
উপদেষ্টা সদস্যবৃন্দ
মোঃ নূর খান — ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল
মাকসুদুল হক বাবলু — কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল
রোটাঃ রুহিদাস বণিক — মৈত্রি শিশু উদ্যান
সাইফুল ইসলাম — অধ্যক্ষ, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ
মোহাম্মদ হোসেন — উদয়ন শিশু একাডেমি
আমাতুল নাজনীন — উপাধ্যক্ষ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ
প্রধান শিক্ষক — হাজীগঞ্জ আল-কাউসার স্কুল, হাজীগঞ্জ

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন- এই কমিটির মাধ্যমে চাঁদপুর জেলার কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি