
দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটের মাঠের নানা তথ্য, উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ করে যেটা পাওয়া যায় তার উপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদন।
খুলনা-১ আসনে জামাতে ইসলামী প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী এগিয়ে থাকলেও শক্ত অবস্থানে বিএনপি প্রার্থী আমির এজাজ খান রয়েছেন।
খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু এগিয়ে থাকলেও জামায়াতের অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল ভোটের লড়াই জমিয়ে তুলেছেন।
খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল এগিয়ে রয়েছেন, জামায়াতের অধ্যাপক মাহফুজুর রহমানের মধ্যে চরম লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
খুলনা-৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলাল এগিয়ে থাকলেও ১০-দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসাইন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন।
খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এগিয়ে থাকলেও বিএনপির আলী আসগর লবি প্রতিদ্বন্দ্বিতা জোরদার করেছেন।
খুলনা-৬ আসনে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ এগিয়ে রয়েছেন বিএনপির মনিরুল হাসান বাপ্পি থেকে।