
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য আসন্ন সংসদ নির্বাচনে ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) এম এ এইচ সেলিমের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
আমার কর্মীর ওপর হামলার বিষয়টি আমি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি।’ আহত আলমগীর কাজী জানান, সকালে তার বড় ভাই সেলিমের পক্ষে প্রচারণা চালানোর সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (ধানের শীষ প্রতীক) সমর্থকদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তার ভাইকে আঘাত করা হয়।