
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনমত গঠনের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
৩নং তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুল মজিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী নির্বাচনকে সামনে রেখে তৃনমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করা হবে।