
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।আটক গোলাম মোস্তফা (৩৪) উপজেলার হরিরামপুর ইউনায়নের মোল্লাহ পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
জানা গেছে, গোলাম মোস্তফা তার ব্যবহৃত মোবাইল ফোন ব্যবহার করে ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে তারেক রহমানকে জড়িয়ে অশ্লীল বিদ্বেষমূলক পোস্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।ঘটনা জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাতেই অভিযান চালিয়ে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট থেকে গোলাম মোস্তফা নামে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।এ ঘটনায় বুধবার হরিরামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। মামলায় ঘটনায় জড়িত সন্দেহে অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন মোল্লা রাত পৌনে ১২টায় জানান, আদালতের মাধ্যমে তাকে হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।এ বিষয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম সাংবাদিকদের জানান, আটক গোলাম মোস্তফা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যে অশ্লীল পোস্ট করেছে তা উদ্দেশ্য প্রণোদিত। তদন্তের মাধ্যমে জড়িত অন্যান্যদের গ্রেফতারেরও দাবি করেছেন তিনি।