
বাগেরহাটের চারটি আসনে ২৩ জন প্রার্থীর আনুষ্ঠানিকভাবে প্রতিক বরাদ্দ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলার তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ এইচ সেলিম পেয়েছেন ঘোড়া প্রতিক। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতিক বরাদ্দ করা হয়।
বাগেরহাট-১ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জনের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম ঘোড়া এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ রানা ফুটবল প্রতিক পেয়েছেন। বাগেরহাট-২ ও ৩ আসনেও এমএ এইচ সেলিম ঘোড়া প্রতিক নিয়েছেন।