
ঝিনাইদহ জেলায় গত এক বছরে আত্মহত্যা করেছে ৩০১ জন। এর মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৮২ জন এবং বিষপানে ১১৯ জন।রোববার (১৮ জানুয়ারি) সকালে স্থানীয় মানবাধিকার সংস্থা আরডিসির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ২০২৫ সালে ঝিনাইদহ জেলায় মোট ৩০১ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে পুরুষ ১৩৩ জন এবং নারী ১৬৮ জন।এর আগে ২০২৪ সালে এ জেলায় আত্মহত্যা করেছিল ৩১৯ জন। যার মধ্যে পুরুষ ১৫২ জন ও নারী ১৬৭ জন। ২০২৩ সালে আত্মহত্যার সংখ্যা ছিল ৩২৮ জন এবং ২০২২ সালে ছিল ৩২৩ জন। গত চার বছরে তুলনামূলকভাবে ২০২৫ সালে আত্মহত্যার সংখ্যা কিছুটা কমেছে।পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে আত্মহত্যার সংখ্যায় প্রথম স্থানে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলা—৭৯ জন। দ্বিতীয় স্থানে শৈলকূপা—৬৭ জন, তৃতীয় স্থানে মহেশপুর—৪৬ জন, চতুর্থ স্থানে হরিনাকুন্ডু ও কালীগঞ্জ—৪৩ জন করে এবং পঞ্চম স্থানে কোটচাঁদপুর—২৩ জন।মোট ৩০১ জনের মধ্যে ফাঁসিতে আত্মহত্যা করেছে ১৮২ জন। এর মধ্যে পুরুষ ৭৩ জন এবং নারী ১০৯ জন। বিষপানে আত্মহত্যা করেছে ১১৯ জন—যার মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ৫৭ জন।আরডিসির নির্বাহী প্রধান আরও জানান, সংস্থাটি গত এক বছরে সিভিল সার্জন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের মাসিক প্রতিবেদনসহ অন্যান্য তথ্যসূত্র পর্যালোচনা করে এই তথ্য নিশ্চিত করেছে।প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত চার বছরে জেলায় মোট ১ হাজার ২৭১ জন আত্মহত্যা করেছে। আত্মহত্যার ক্ষেত্রে নারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি।মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, নারীরা তুলনামূলকভাবে বেশি আবেগপ্রবণ হওয়ায় তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায়। আত্মহত্যার কারণ হিসেবে মাদকাসক্তি, বেকারত্ব, মানসিক সমস্যা, পারিবারিক অশান্তি, প্রেমে ব্যর্থতা, পরকীয়া সম্পর্ক ও দারিদ্র্যসহ নানা বিষয় উঠে আসে।তিনি আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মহত্যার সংবাদ এমনভাবে উপস্থাপন করা উচিত, যাতে তা অন্যদের উৎসাহিত না করে। পাশাপাশি কাউন্সেলিং সেবা বাড়ানো প্রয়োজন, কারণ সঠিক কাউন্সেলিং একজন ব্যক্তির মানসিক সমস্যা সমাধানে সহায়ক হতে পারে এবং আত্মহত্যার প্রবণতা কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।তিনি জানান, জেলা প্রশাসন আত্মহত্যা প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সবাইকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।