
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এডহক কমিটির সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়।এর আগে, গত ৬ জানুয়ারি সকালে অভিযুক্ত শিক্ষার্থী স্কুলে এসে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। পরবর্তীতে স্কুলে তালা ঝুলিয়ে দেন। অভিযুক্ত শিক্ষার্থী আরিফ ওই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির ছাত্র। তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে।
স্কুল সূত্রে জানা গেছে, লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির উদ্যোগে গত ৮ জানুয়ারি এক সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও এডহক কমিটির সভাপতি অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ঘটনার সঙ্গে জড়িত আরিফসহ মোট ১৬ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন, ১৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কে কোন পর্যায়ে জড়িত ছিল—নেতৃত্ব দিয়েছে, সহযোগিতা করেছে কিংবা অনুসরণ করেছে—তা যাচাই করে যথাযথ শাস্তি নির্ধারণ করা হবে। এতে কারও প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।
এর আগে, গত ৬ জানুয়ারি সকালে অভিযুক্ত শিক্ষার্থী বিদ্যালয়ে এসে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তার কাছে টেস্ট পরীক্ষায় কয় বিষয়ে ফেল করেছে জানতে চাইলে আরিফ জানান, তিনি সাত বিষয়ে ফেল করেছেন। এরপর তিনি শিক্ষকদের হুমকি দিয়ে বলেন, তাকে পরীক্ষায় অংশ নিতে না দিলে এক বা দুই বিষয়ে ফেল করা অন্যকোনো শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিতে পারবে না।