
দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: হাইকোর্ট থেকে রুল জারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)কে কেন নিবন্ধন দেওয়ার আদেশ দেওয়া হবে না।
আজ ১১ জানুয়ারী ২০২৬ রবিবার মহামান্য হাইকোর্ট ডিভিশনের ২৩ নং দ্বৈতবেঞ্চ এর মাননীয় বিচারপতি আহমেদ সোহেল ও মাননীয় ফাতেমা আনোয়ার এক আদেশে ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য প্রধান নির্বাচন কমিশনর ও নির্বাচন কমিশন সচিব কে ৪ সপ্তাহের মধ্য কারন দর্শানোর নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট।
মাননীয় বিচারপতি দ্বয় আদেশে বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)এর সকল ডকুমেন্টস পর্যালোচনা করে দেখা যায় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি ও চাহিদা মোতাবেক সকল কাগজপত্র জমা দিয়েছে। ১৪৭ টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিলো যাচাই বাছাই করে সংবাদ সম্মেলনে চুড়ান্ত ভাবে ১২ টি দলকে মনোনীত ঘোষণা দিয়েছেন।
যাহা জাতীয় সংবাদপত্রে প্রকাশিত যা এখানে সন্নিবেশিত আছে কিন্তু আজ পর্যন্ত এই দলকে নিবন্ধন দেওয়া হয়নি বা কোন কারন দর্শানো হয়নি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-সিপিবি(এম) এর কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি ন্যায় বিচার প্রার্থনা করে মহামান্য হাইকোর্টে আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের আইনজীবী ও দাখিল কৃত কাগজপত্র পর্যালোচনা করে উপরোক্ত আদেশ দেওয়া হলো।
রিট পিটিশন দায়ের করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ আইনজীবী হিসাবে মামলা পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী ইয়ারুল ইসলাম।