
মোঃ সুমন খান রাজস্থলী উপজেলা প্রতিনিধি: রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাইন্দ্যা শিশু সনদ অনাথ আশ্রমে প্রয়োজনময় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
আজ (১০জানুয়ারি) এই মানবিক উদ্যোগের নেতৃত্ব দেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের নেতা মোঃ নাইমুল ইসলাম রনি। অনুষ্ঠানটি গাইন্দ্যা শিশু সনদ মাঠে অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকু রং কুমার, সদস্য দে রাজু আহমেদ, মোঃ মামুন, মোঃ সাদ্দাম, জুনাইদ ইসলাম জুনু সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও গাইন্দ্যা শিশু সদনের অধ্যক্ষ ভান্তে ও শিশুদের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নতুন কম্বল হাতে পেয়ে উল্লাসিত হয়।মোঃ নাইমুল ইসলাম রনি বক্তব্যে বলেন, শিশুরা আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুরক্ষা, শিক্ষা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। বিশেষ করে শীতের এই কঠিন সময়ে তাদেরকে প্রয়োজনীয় বস্ত্র সরবরাহ করা অত্যন্ত জরুরি। গাইন্দ্যা শিশু সনদের সকল অনাথ শিক্ষার্থীদের মুখে খুশির ছাপ দেখে আমি সত্যিই সন্তুষ্ট। আশা করি, এই ছোট্ট উদ্যোগ তাদের জীবনে একটি উষ্ণ স্মৃতি হয়ে থাকবে।”তিনি আরও বললেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা প্রচার করে। ভবিষ্যতেও আমরা শিশুরা যেন নিরাপদ ও সুখী পরিবেশে বড় হতে পারে, তা নিশ্চিত করার জন্য নানা কার্যক্রম অব্যাহত রাখব।”অনুষ্ঠানের পর উপস্থিত অতিথিরা শিশুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের প্রয়োজন ও সমস্যা নিয়ে আলোচনা করেন। কম্বল বিতরণ কার্যক্রমটি স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে মানবিক চেতনা জাগিয়ে তুলেছে এবং সমাজের সকল শ্রেণিরমানুষকে শিশুদের প্রতি সহমর্মী হতে উদ্বুদ্ধ করেছে।গাইন্দ্যা শিশু সনদে এই ধরনের উদ্যোগ অনাথ শিক্ষার্থীদের জীবনকে আরও সুস্থ ও সুরক্ষিত করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন ।।