
বাচ্চু মল্লিক,বাগেরহাট জেলা প্রতিনিধি:ইনকিলাব মঞ্চের মুখপাত্র আধিপত্যবাদ বিরোধী আন্দোলন এর শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দেশে এনে বিচারের দাবিতে বাগেরহাট ছাত্রজনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাটের সর্বস্তরের জনগণ।
৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ছাত্র সমাজের প্রতিনিধি মোঃ ইবাদত শেখ,আওসাফ সানী, সাজ্জাদ উদ্দিন আল জাবির সহ অন্যান্যরা।
এসময়ে বক্তারা উপদেষ্টা এবং প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারকার্য সম্পন্ন করে ফাঁসি কার্যকর না করলে আবারো ২৪ এর মতো ছাত্র জনতা রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কুণ্ঠাবোধ করবেনা।
দ্রুত হাদির হত্যাকারীদের আটক,দেশে ফিরিয়ে আনা ও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা দাবি আদায়ে তারা প্রয়োজনে আবারো বাগেরহাটের মানুষকে সাথে নিয়ে কাজ করবে।