শিরোমণি ডেস্ক রিপোর্ট: নতুন শিক্ষাবর্ষে ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে নতুন পাঠ্যবই। এবারের পাঠ্যবইয়ে ইতিহাসের অংশে জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিষয়বস্তু যুক্ত করা হয়েছে। এছাড়া নব্বইয়ের গণ-অভ্যুত্থানের বিষয়ও সংক্ষেপে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে এসব নতুন করে যুক্ত হয়েছে।এর পাশাপাশি আগে থাকা কিছু ইতিহাসবিষয়ক লেখায় পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধি অধিকাংশ স্থানে বাদ দেওয়া হয়েছে, যদিও কিছু ক্ষেত্রে তা রাখা হয়েছে। অষ্টম শ্রেণির সাহিত্য-কণিকা বই থেকে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ গদ্যটি সরানো হয়েছে, যাতে ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত ছিল। ফলে অষ্টম শ্রেণির বইয়ে মোট গদ্য সংখ্যা এখন ১১টি।মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য মোট ২১ কোটি ৪৩ লাখের বেশি কপি পাঠ্যবই ছাপা হয়েছে। ৩ জানুয়ারি পর্যন্ত ৭৮.৬৯ শতাংশ বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে গেছে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির ৮৫ শতাংশ, সপ্তম শ্রেণির ৬৮.৬৯ শতাংশ, অষ্টম শ্রেণির প্রায় ৫৫ শতাংশ এবং নবম শ্রেণির প্রায় ৮৮ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। প্রাথমিক স্তরে সব বই বিতরণ সম্পন্ন হয়েছে।গত বছরের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার পাঠ্যবই পরিমার্জন করে ২০১২ সালের শিক্ষাক্রম অনুযায়ী নতুন বই প্রকাশের প্রক্রিয়া শুরু করে। আগের বছর পঞ্চম থেকে নবম-দশম শ্রেণির বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর ভিত্তি করে কবিতা, প্রবন্ধ, গদ্য ও গ্রাফিতি অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার তা ইতিহাসের অংশ হিসেবেও যুক্ত করা হলো।ষষ্ঠ শ্রেণির নতুন বইয়ে ‘বাংলাদেশের ইতিহাস’ অধ্যায়ের শেষাংশে ‘স্বাধীন বাংলাদেশে গণ-অভ্যুত্থান’ নামে একটি পাঠ যুক্ত করা হয়েছে। এখানে নব্বইয়ের গণ-অভ্যুত্থানের সংক্ষিপ্ত বর্ণনা ও ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন ও শেখ হাসিনার সরকারের পতনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। পাঠে দুটি ছবি ব্যবহার করা হয়েছে—স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের।উচ্চ শ্রেণির বইয়ে বিষয়বস্তু আরও বিস্তৃত হয়েছে। সপ্তম শ্রেণির বইয়ে ‘বাংলাদেশে গণ-আন্দোলন ও চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান’, অষ্টম শ্রেণিতে ‘বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রায় গণ-অভ্যুত্থান’ এবং নবম-দশম শ্রেণিতে ‘স্বাধীন বাংলাদেশে গণ-অভ্যুত্থান’ নামে আলাদা পাঠ সংযোজন করা হয়েছে। এখানে নব্বই ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঘটনা, শহীদ ও আহতদের তথ্য, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের তথ্য এবং অন্যান্য প্রেক্ষাপট বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।এনসিটিবি জানিয়েছে, শিক্ষার্থীদের বয়স ও বোধগম্যতা বিবেচনায় বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) ও শিক্ষাবিদদের পরামর্শে পাঠ্যবইয়ে এসব পরিবর্তন আনা হয়েছে। বিদায়ী বছরের বাংলা-ইংরেজি বইয়ে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে গল্প, কবিতা ও গ্রাফিতি অন্তর্ভুক্ত করা হলেও সময় সীমাবদ্ধতার কারণে ইতিহাস অংশে তা অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। এবার তা ইতিহাসের অংশ হিসেবেও যুক্ত করা হয়েছে।এ কে এম রিয়াজুল হাসান বলেন, “এটি একটি ভালো সিদ্ধান্ত। তবে তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা জরুরি, যেন কেউ আপত্তি তুলতে না পারে।”