
সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কেনুয়ার খালের মুখ থেকে রিসোর্ট মালিকসহ অপহৃত তিনজনকে উদ্ধার করেছেন কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা।রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাদের মুক্তিপণ প্রদানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করে অপহৃত রিসোর্ট মালিকের স্বজনরা।এর আগে, শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বনের অভ্যন্তরে ঘোরার সময় এই অপহরণের ঘটনা ঘটে।অপহৃতরা হলেন—দাকোপের ঢাংমারী এলাকার গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং ঢাকা থেকে আসা দুই পর্যটক মো. সোহেল ও মো. জনিএ বিষয়ে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান কালবেলাকে বলেন, পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে রাতে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।