
দৈনিক শিরোমণি মোঃ মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধি :সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (৪ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-সংগঠনের নীতি-আদর্শ, সাংগঠনিক মূল্যায়ন এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পূর্বের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করা হয়েছে।
সেই সঙ্গে আশরাফ ভূঁইয়াকে তার স্ব-পদে পুনর্বহালের সিদ্ধান্ত অনুমোদন করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণসম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন সংগঠনের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
পুনর্বহাল ঘোষণা পেয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় নেতারা মনে করছেন-অভিজ্ঞ ও মাঠের রাজনীতিতে সক্রিয় আশরাফ ভূঁইয়া পুনরায় দায়িত্ব পালন করলে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
নেতাকর্মীদের প্রত্যাশা, তার নেতৃত্বে সোনারগাঁ যুবদল আগের মতো সাংগঠনিক শক্তি ধরে রেখে ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে এগিয়ে নিতে পারবে।
আশরাফ ভূঁইয়া বলেন, “স্থানীয় রাজনীতির কিছু মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ছড়িয়েছে। সব প্রতিবন্ধকতা কাটিয়ে আমি স্বপদে ফিরে এসেছি।”