
আব্দুল খালেক রৌমারী(কুড়িগ্রাম) সংবাদদাতা: রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের বিদায়ী সংবর্ধনা। গতকাল ২৮ নভেম্বর বিকাল ৪ টার দিকে চর শৌলমারী ইউনিয়ন পরিষদের আয়োজনে, ইউনিয়ন পরিষদ হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,শহিদুল ইসলাম প্রশাসক চর শৌলমারী ইউনিয়ন পরিষদ ও উপসহকারী কৃষি কর্মকর্তাসহ ইউপি সদস্যদ্বয় ফুলেল শুভেচছা ও ক্রেষ্ট দেন।
বিদায়ী সংবর্ধনায় আরো উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু,
চরশৌলমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার,
খলিলুর রহমান প্রধান শিক্ষক চরশৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, , কেএম নুরুল ইসলাম ভূইয়া সদস্য সচিব চর শৌলমারী ইউনিয়ন বিএনপি, আবুল হাশেম উপসহকারী কৃষি কর্মকর্তাসহ পরিষদের সদস্যদ্বয়, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিদায়ী,নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, আমি রৌমারীতে যোগদানের পর থেকে, আমি চেষ্টা করেছি আপনাদের উপজেলার সকল প্রকারের উন্নয়ন করার। আমি থাকলে হয়তো আরও উন্নয়ন করা সম্ভব হতো। সরকারি নিয়মিত অনুযায়ী বদলী হতে হয়। তাই আমি চলে যাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমার স্থলে যিনি আসছেন তিনিও ভালো মানুষ। তার সাথে আপনারা এবং গণমাধ্যম কর্মীগণ নতুন উপজেলা নির্বাহী অফিসারকে সহযোগিতা করবেন। তিনি আপনাদের অভাব গুলো পুরণ করার চেষ্টা করবে। এই পরিষদের চেয়ারম্যানকে বহিষ্কার করায়, সরকারি নিয়মিত অনুযায়ী প্রশাসক নিয়োগ দিতে হয়। তাই উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামকে প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী নির্বাচন পর্যন্ত তাকে সহযোগিতা করবেন। প্রশাসক বলেন, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন। স্যারের সুস্বাস্থ্য এবং তার উত্তরত্তর সমৃদ্ধি কামনা করে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।