
আলামিন নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার বিকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের দাবীতে ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আইনজীবী এম এ মান্নানকে বিজয়ী করার লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নান। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা,বড়াইল সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার, নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান এস কে হেলাল,শিবপুর ইউপি চেয়ারম্যান এম আর মজিব, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, মহিলা দলের সভাপতি নাইলা ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাসান, আসাদুজ্জামান দুলাল, সদস্য সচিব কাউছার আহম্মেদ, ফারুক আহম্মেদ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নান বলেন, আপনারা আমার প্রাণ আপনারা আমার শক্তি। আমি ৪০ বছর যাবৎ নবীনগরে বিএনপির কর্মীদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ। আমি সন্ত্রাসী, চাঁদাবাজি, বালুলুটকারীদের পাশে নেই। আমার বিরুদ্ধে যারা যড়যন্ত্র করছে আমি তাদের বলি আসুন সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করি। আমি নির্বাচিত হলে, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, বালুকারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের উদ্যোশে তিনি বলেন, আসুন বিরোধিতা বন্ধ করে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করি।