
নান্দাইল প্রতিনিধিঃ আঃ হান্নান আল আজাদ:আজ ১২ নভেম্বর ২০২৫ তারিখ ( দুপুর ১.০০ঘটিকায়) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক নান্দাইল উপজেলার মধ্য বাজারে অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুস ছালাম এঁর নের্তৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনজনিত কারণে ২ টি প্রতিষ্ঠানকে ৬০,০০০/-টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানকালীন প্যাকেট বা কার্টনের ওজন সহ মিষ্টি বিক্রি এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্যে উৎপাদন ও বিপণনের অপরাধে শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডারকে ৫০,০০০/-টাকা এবং একই অপরাধে মা মিষ্টান্ন ভান্ডারকে ১০,০০০/-টাকা জরিমানা সহ ২ টি প্রতিষ্ঠানকে মোট ৬০,০০০/-টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত সচেতনামূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ পুলিশের একটি টিম এবং জেলা বাজার কর্মকর্তা।
অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা – অধিকার সংরক্ষণ অধিদপ্তরপর সহকারী পরিচালক আব্দুস ছালাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।