
মোঃ রেজাউল ইসলামঃ ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজিম আহম্মেদ আবির নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৮জন। গৌরীপুর পৌর এলাকার দেওখোলা বাজার সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির গৌরীপুর উপজেলার আহ্বায়ক কমিটির একটি অংশ (হিরন গ্রুপ) দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ক্ষুব্ধ ছিল। অপরদিকে ধানের শীষের মনোনীত প্রার্থী ইকবাল হোসেনের সমর্থকরাও প্রচার-প্রচারণায় মাঠে ছিলেন। উভয় পক্ষের মধ্যে পূর্ব থেকেই উত্তেজনা বিরাজ করছিল। আজ দুপুরে প্রচারণাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হলে তা মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রের ব্যবহারে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষে উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজিম আহম্মেদ আবির গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া উভয় পক্ষের আরও অন্তত আটজন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অন্যদিকে নিহত ছাত্রনেতার পরিবার ও দলীয় নেতারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন।