মোঃ রেজাউল ইসলাম ময়মনসিংহ:ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে বন্ধন শিল্পীগোষ্ঠী গত ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এক মনোরম সংগীতা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন।
ময়মনসিংহ বাঘমারা রেল ক্রসিং সংলগ্ন বন্ধন শিল্পীগোষ্ঠীর অফিস কক্ষে আয়োজিত সংগীত সন্ধ্যায় সভাপতিত্ব করেন এটিএন তারকা শিল্পী সোহান মোহাম্মদ হানিফ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ প্রাণী সম্পদ সেবা বিভাগের (ডিএলএস) উপ-পরিচালক এটি ডঃ মোঃ আবু সাঈদ সরকার,
বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক মোঃ খালেদ হাসান, বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সজীব রাজ বিপীন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্ধন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আবু আহসান শহীদ, আনন্দ টিভি’র ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম। রিয়াদ হাসান লিটনের সঞ্চালনা সংগীত সন্ধ্যায় বন্ধন শিল্পীগোষ্ঠীর শিল্পী মোঃ আশরাফুল হক, মোঃ রেজাউল ইসলাম আকাশ,মোঃ ইয়াসিন আরাফাত, সাংবাদিক মোঃ রুহুল আমীন খান,মমতাজ জাহান মৌ,সুজন, শিল্পী তমা,শিল্পী সাদিয়া,এলাহী, বকুল মিয়া এবং মোঃ আবু সাঈদের মনোমুগ্ধকর লালন সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠে।