
নাজমুল হোসেন, রাজবাড়ী:রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী ১ আসন গঠিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক এ্যাড আসলাম মিয়ার পক্ষে গোয়ালন্দ পৌর কৃষক দলের নেতা মো: আলী আকবর সরদার এর নেতৃত্বে হ্যান্ডবিল বিতরণ করেন।
এ সময় কৃষক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী
আলী আকবর তিনি তার বক্তব্যে বলেন, ওয়ান ইলেভেনের সময়ে যখন বেইমানরা বেইমানি করে দল থেকে চলে যায়, জেলা বিএনপি তখন নেতৃত্ব শূন্য হয়ে পড়ে, সাধারণ কর্মীরা দিশেহারা ঠিক সেই দুঃসময়ে ১ ১১ ওয়ান ইলেভেনে বিএনপি’র দুর্দিনে অ্যাড. আসলাম মিয়া নেতাকর্মীদের আগলে রেখেছিলেন। করোনা সহ বিভিন্ন দুর্যোগের সময় নেতাকর্মীদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন। মামলা মোকাদ্দমার ক্ষেত্রে তিনি সকল ধরনের আইনি সহায়তা দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে তিনি সব সময় সকল ধরনের সহায়তার করে থাকেন।
দলের দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত দলের কেন্দ্রীয় যে সমস্ত আন্দোলন সংগ্রামে আসলাম সাহেবের নেতৃত্বে জেলা বিএনপি অঙ্গ সংগঠন সফল করেন। পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সমাজসেবক,ভদ্র,শিক্ষিত ভালো মনের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। রাজবাড়ী ১ আসনে এই কর্মীবান্ধব নেতা কে আমরা এমপি হিসেবে দেখতে চাই। তিনি আরো বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্রপরিচালিত হবে বলে মন্তব্য করেন পৌর কৃষক দলের নেতা মো: আলী আকবর সরদার। বিকেল চারটায় পৌরসভার মাল্লা পট্টি ব্রীজ এলাকা থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত ঘোষণা করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান মজি মোল্লা। সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল পরবর্তীতে জনসভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীতে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে,এসব কথা বলেন তিনি।