1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

আসামির হাতে পতাকা থাকায় ৫ পুলিশ প্রত্যাহার

রেজাউল ইসলাম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মোঃ রেজাউল ইসলামঃ ময়মনসিংহে ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার হওয়া শামীম আশরাফকে (৩৮) আজি সকালে আদালতে হাজির করা হয়। আদালতে নেওয়ার সময় আসামীর হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভ্যন্তরীণ কারণ এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে কোতোয়ালি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা ওই থানাতেই কর্মরত ছিলেন।

প্রত্যাহারকৃতদের মধ্যে রয়েছেন উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন এবং চারজন কনস্টেবল। তবে কনস্টেবলদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আদালত পরিদর্শক পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান জানান, গত ৭ অক্টোবর শুনানির জন্য আসামিকে আদালতে আনার পথে তার হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও প্রশ্নের জন্ম দেয়। বিষয়টি জানাজানি হলে পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে এবং প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ সদস্যকে প্রত্যাহার করে।

এর আগে গত সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে ধর্ম অবমাননার অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শামীম আশরাফকে আটক করে। এ ঘটনায় সদর উপজেলার চরআনন্দিপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন আরাফাত বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে মামলা দায়ের করেন।

সূত্র জানায়, শামীম আশরাফ নিজের ফেসবুক আইডি থেকে একটি ধর্ম অবমাননাকর মন্তব্য পোস্ট করেন। ওই পোস্টে তিনি শামীম চৌধুরী নামে একজনের কমেন্টের জবাবে লেখেন-‘আপনে ভায়া বেহেশতের সর্বোচ্চ মাকামে গিয়া সানিলিওনকে চুদেন গিয়া।’

এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও আলেম-উলামাদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং তার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকেন।

অন্যদিকে, শামীম আশরাফকে গ্রেপ্তারের পর গত ৭ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ঐদিন কোন রিমান্ড শুনানী না হওয়ায় তাকে কারাগারে প্রেরন করা হয়। পরে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরীফুল হক রিমান্ড শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি