
মো. রুবেল আহমেদ, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল।
টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় গোপালপুর পৌরসভার ডুবাইলের নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি স্ত্রী, তিন ছেলে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। একই দিন রাত ১২টায় ডুবাইল সার্বজনীন শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
বাণীতোষ চক্রবর্তী ১৯৬৮ সালে গোপালপুর সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৫৩ বছরের শিক্ষকতা জীবনে তিনি শত শত শিক্ষক, বিচারপতি, সচিব ও চিকিৎসক তৈরি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে তিনি শিক্ষকতা জীবন শুরু করেন এবং ২০০৪ সালে অবসরে যান।
গোপালপুরের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর ছিল অনন্য অবদান। তাঁর মৃত্যুতে গোপালপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
no views