হান্নান আল আজাদ, নান্দাইল উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তারেরঘাট বাজারের পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপ-প্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট বাজারে ময়মনসিংহ-টু কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ। স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারেরঘাট বাজারে বৈধভাবে পাথর ব্যবসা পরিচালনা করে আসছেন তারা। কিন্তু সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন ভুয়া আইডি থেকে পাথর ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীরা শুধু সামাজিকভাবে হেয় হচ্ছেন না, পাশাপাশি শ্রমিকদের আর্থিক অবস্থা খারাপ হচ্ছে। তাদের ব্যবসার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে তারা বাধ্য হয়ে আজকের এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী ও শ্রমিকরা সম্মিলিতভাবে জানান, একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী তারেরঘাট বাজারের পাথর ব্যবসা শিল্পটিকে ধ্বংস করার উদ্দেশ্যে ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে ফেসবুকে নানা ধরনের অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। এই মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা অত্যন্ত মানহানিকর এবং দুঃখজনক। উপস্থিত সকলেই এসব মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু, অন্যান্য পাথর ব্যবসায়ী, খেটে খাওয়া শ্রমিকগণ এবং নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে হাজার হাজার শ্রমিকদের রুটি রুজিরোজগারের বিষয়।