আবদুল্লাহ আল নোমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্পেশাল প্রতিনিধি: গত ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে যুব রেড ক্রিসেন্ট, ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট নবীনগর উপজেলা দলের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়ার যুব প্রধান ফাহিম মুনতাসির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মাননীয় সেক্রেটারি জনাব মোঃ মিজানুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর রেড ক্রিসেন্ট মাতৃসদন চেয়ারম্যান, শিশু কল্যাণ ট্রাস্টের সভাপতি ও ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের অধ্যক্ষ জনাব মো. ইকবাল হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার্স ইন-চার্জ শাহীনূর ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা শুক্লা রানী দেব, নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. হুমায়ুন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের যুব রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এর মধ্যে উল্লেখযোগ্য—সিনিয়র স্বেচ্ছাসেবক আজিজা বিলকিস ও কবির কলম এর সভাপতি হুমায়ুন কবির, সদর উপজেলা দলের দলনেতা মারিয়া মাহিন মৃত্তিকা, বাঞ্ছারামপুর উপজেলা দলের দলনেতা ইমন হাসান, নবীনগর ও কসবা উপজেলা প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান শুভ।
সভায় উপস্থাপনা করেন নবীনগর উপজেলা দলের উপ-দলনেতা মহিমা আক্তার এবং স্বাস্থ্যসেবা বিষয়ক বিভাগীয় প্রধান মো. ইয়াসিন শিকদার রিয়াদ।
অনুষ্ঠান শেষে যুব রেড ক্রিসেন্ট, নবীনগর উপজেলা দলের পক্ষ থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। এর মাধ্যমে পরিচিতি ও আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।