মোঃ রেজাউল ইসলামঃআজ ১৫ আগস্ট ২০২৫ তারিখ বিকাল ১১ টায় পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল এর একটি পরিদর্শন দল ময়মনসিংহ নগরীর শশীলজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভিন্ন পুরাকীর্তি ঘুরে ঘুরে দেখেন। অত:পর মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সৌজন্য সাক্ষাতকালে পরিদর্শন দল ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পুরাকীর্তির বিষযে বিশদ আলোচনা করেন এবং পুরাকীর্তিসমূহের গুরুত্ব অনুধাবন করে যথাযথ সংরক্ষণের ব্যাপারে গুরুত্বারোপ করেন। এ ব্যাপারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ময়মনসিংহ শাখা অফিসকে মাঠ পর্যায়ে যথাযথ দায়িত্ব পালনের আহবান জানান।
প্রতিনিধি দল অভিমত প্রকাশ করেন যে, পুরাকীর্তি জাতির ক্রমবিকাশের চাক্ষুষ ইতিহাস। যার মাধ্যমে প্রজন্ম জাতির ক্রমবিকাশের ইতিহাস সমন্ধে জ্ঞান লাভ করে। বাংলাদেশের রয়েছে পুরাকীর্তির ভান্ডার। যার একটি উল্লেখ্য ভান্ডার রয়েছে ময়মনসিংহ অঞ্চলে। কিন্তুু দু:খজনক সত্য হলো, যথাযথ সংরক্ষণের অভাবে আজ অতি মূল্যবান পুরাকীর্তি সমূহের অবস্থা জীর্ণশীর্ণ। সরকারীভাবে প্রয়োজন দৃশ্যমান কোন যথাযথ তদারকি নেই বললেই চলে। অনেক পুরাকীর্তি সরকারী ও বেসরকারীভাবে বিলীন ও বেহাত হয়ে গিয়েছে। এ অবস্থায় চলতে থাকলে দিনদিন পুরাকীর্তির ভান্ডার কমে যাবে। এভাবে চলতে দেয়া যায় না।
পরিদর্শনকালে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল’র সভাপতিমণ্ডলী সদস্য অধ্যাপক স্বপন ধর, কবি সরকার আজিজ, আব্দুল কাদের চৌধুরী, , সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ, কার্যকরী সদস্য সাংবাদিক মো: রেজাউল ইসলাম, মোহাম্মদ মাসুদ চিশতি, সাংবাদিক শফিয়েল আলম সুমন, তানজিল হোসেন মুণিম, ঐশ্বর্য সরকার, আসিফ সাকলাইন সাকি প্রমূখ।